HS Bengali Question paper 2023 WBCHSE
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর (SAQ) উত্তর,
উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE -এ লিখতে হবে।
১.(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী )
ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও ) (বিকল্প প্রশ্নগুলি
লক্ষণীয়) :
i. “ভাত খাবে কাজ করবে” – এই কথা বলেছিল
(ক) বামুন ঠাকুর
(গ) বাসিনী
(খ) বড়ো পিসিমা
(ঘ)বড়ো বউ ।
(ii)‘যথেষ্ট রিলিফ ওয়ার্ক' না হওয়ার কারণ—
(ক) টাকার অভাব
(গ) সদিচ্ছার অভাব
(খ)লোকের অভাব
(ঘ)সামগ্রীর অভাব ।
(iii)“নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে”—
(ক)যা ঘটেছে ভুলে যেতে
(খ) অফিসের কাজে মন বসাতে
(গ) সংসারে মন দিতে
(ঘ)এভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।
(iv)কোন্ বারে বাদলা লাগলে সাতদিন থাকবে ?
(ক) শনিবারে
(খ) মঙ্গলবারে
(গ) বুধবারে
(ঘ) সোমবারে।
(v)“বুড়িমা ! তুমি মরনি !” – একথা বলেছিল -
(ক) নক্ড়ি নাপিত
(খ)ফজলু সেখ
(গ)করিম ফরাজি
(ঘ)চৌকিদার।
(vi)“জানিলাম এ জগৎ”
(ক) সত্য নয়
(খ)স্বপ্ন নয়
(গ) কল্পনা নয়
(ঘ)বাস্তব নয়।
(vii) 'শহরের অসুখ হাঁ করে' কী খায় ?
(ক)বাতাস
(গ)ধুলো
(খ)ধোঁয়া
(ঘ)সবুজ।
(viii) 'রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে”—
(ক)দেবদারুর দীর্ঘ রহস্য
(গ)দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(খ)অসহ্য, নিবিড় অন্ধকার
(ঘ)শীতের দুঃস্বপ্ন।
(ix) শরীরটাকে স্রোতের মতো / একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি
(ক)নরম ঘাসের উপর শুয়ে পড়ল
(খ)নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল
(গ)অর্জুন বনের ছায়ায় দাঁড়াল
(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল ।
(x) “এর নাম হওয়া উচিত”
(ক)বিভাব নাটক
(খ)অভাব নাটক
(গ)পূর্ণাঙ্গ নাটক
(ঘ)হাসির নাটক ।
(xi) 'মঞ্চের মাঝখানে' ওল্টানো রয়েছে -
(ক) একটি ছবি
(খ)একটি চেয়ার
(গ)একটি লণ্ঠন
(ঘ)একটি টুল।
(xii) শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে -
(ক) রাস্তায়, মাঠে, ঘাটে
(গ)বুকের মধ্যে
(খ) চার দেওয়ালের মধ্যে
(ঘ)মঞ্চের মাঝে।
অথবা
(xiii) “এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না।” – বাজে কথাটি হল
(ক) অভিনেতার মৃত্যু নেই
(খ)নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প
(গ)রজনী চাটুজ্জে মরে গেছে
(ঘ) পাবলিক আমাকে আর চায় না ।
(xiv) ‘সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই – কেবল
সার্জেন্ট-এর একটি’—
(ক) টুপি থাকে
(খ)লাঠি থাকে
(গ) ক্রস বেল্ট থাকে(ঘ)
ব্যাজ থাকে।
অথবা
(Xv)দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল
(ক)জ্বলন্ত ধূপকাঠি
(গ)আতরদান
(খ) তরবারি
(ঘ)জ্বলন্ত মোমবাতি ।
(xvi) “যখন সমুদ্র তাকে খেল” – কাকে খেল ?
(ক) আটলান্টিসকে
(খ)থিবসেকে
(গ) লিমাকে
(ঘ)ব্যাবিলনকে।
(xvii) “বলী কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন” -
(ক) গাছের তলায়
(গ) পাহাড়ের চুড়ায়
(খ) পথের ধারে
(ঘ) নদীর ধারে।
(xviii) রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন
(ক) বিয়ুচন্দ্র চক্রবর্তী
(গ) নিধুবাবু
(খ) রঘুনাথ রায়
(ঘ)জ্ঞান গোঁসাই।
(xix ) ‘দাদার কীর্তি’ চলচ্চিত্রটির পরিচালক
(ক)তপন সিংহ
(গ)গৌতম ঘোষ
(খ)দীনেন গুপ্ত
(ঘ)তরুণ মজুমদার।
(xxx)কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন
(ক) রাধাগোবিন্দ ধর
(খ)নীলরতন সরকার
(গ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(ঘ)বিধানচন্দ্র রায়।
(xi) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা
(ক)ছয়
(গ) আট
(খ)সাত
(ঘ)নয়।
(xii) ‘থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল -
(ক) অভিধান
(খ)শব্দকোষ
(গ)রত্নাগার
(ঘ)শব্দভাণ্ডার।
0 Comments