Generation of Computers
প্রথম প্রজন্ম
বৈশিষ্ট্য :
1.এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল ভ্যাকুয়াম টিউব |
2.ইনপুট এর জন্য পাঞ্চকার্ড ব্যবহৃত হতো |
3.কম্পিউটার গুলি চালু রাখার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন ছিল |
উদাহরণ: ENIAC
দ্বিতীয় প্রজন্ম
বৈশিষ্ট্য:
1.এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ ট্রানজিস্টার |
2.পাঞ্চকার্ড এবং ম্যাগনেটিক টেপ ব্যবহার ব্যবহার করা হতো |
3.আউটপুট এর জন্য পাঞ্চকার্ড কাগজ ব্যবহার করা হতো |
উদাহরণ :PDP -1,IBM-7000
তৃতীয় প্রজন্ম
বৈশিষ্ট্য :
1.এই প্রজন্মের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ হিসাবে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা শুরু হয় |
2.ইনপুট এর জন্য Keyboard ব্যবহার করা হয় |
3.আউটপুট এর জন্য মনিটর ব্যবহার করা শুরু হয় |
3.তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা শুরু হয়|
উদাহরণ: IBM -360
চতুর্থ প্রজন্ম
বৈশিষ্ট্য :
1.এই প্রজন্মের কম্পিউটার কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্রাংশ LSI বা VLSI যুক্তি ব্যবহার করা হয়|
2.ইনপুট device হিসেবে keyboard ব্যবহার করা হয় |
3.আউটপুট device হিসেবে Monitorব্যবহার করা হয়|
4.তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক পরবর্তীকালে অপটিক্যাল স্টোরেজ ব্যবহার করা শুরু হয়|
উদাহরণ: CRAY -1,intel pentium 4.
পঞ্চম প্রজন্ম
বৈশিষ্ট্য
1.কম্পিউটারের জন্য ULSI আইসি ব্যবহৃত হয় |
2.ইনপুট এর জন্য কীবোর্ড মাউস টাচস্ক্রিন ব্যবহৃত হয় |
3.output device হিসেবে এলসিডি ,এলইডি, প্রজেক্টর ব্যবহৃত হয় |
4.তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ডিস্ক অপটিক্যাল ব্যবহৃত হয়|
উদাহরণ: Laptop,Minicomputers
Integrated circuits
SSI(Small scale Integration): Transistor use - <10
MSI(Medium Scale Integration):Transistor use - 10-100
LSI(Large Scale Integration):Transistor use - 10-10000
VLSI(very Large Scale Integration):Transistor use - 10000-100000
ULSI(Ultra Large Scale Integration):Transistor use - >100000
Data VS information
ডেটা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন অসংগঠিত কিছু শব্দ বা সংখ্যা |
ইনফর্মেশন হচ্ছে অর্থযুক্ত ও অর্থবহ কিছু তথ্য যা প্রক্রিয়াকরণ এর মাধ্যমে তৈরি হয় |
Data Processing Cycle:
যে চক্রের মাধ্যমে ডাটা থেকে ইনফরমেশন পাওয়া যায় তাকে ডাটা প্রসেসিং চক্র বলে|
কম্পিউটারের গঠন: Von-Nueman Architecture
a. CPU(Central Processing)
1. ALU(Arithmetic Logic Unit)
2. Control Unit(CU)
b. Memory
c. Input Device: Keyboard, Mouse, MICR(Magnetic Ink Character),OCR(Optical Character Reader),scanner|
d. Output Device: Monitor, Printer, Sound Box|
কম্পিউটার সিস্টেমের যে অংশের মাধ্যমে কোনো তথ্য বা ইনফরমেশন সংরক্ষণ করা হয় তাকে স্টোরেজ বা মেমোরি ইউনিট বলা হয় |
মেমোরি গণনার একক
কম্পিউটারে যে কোন তথ্য 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি হয় |এই 0 বা 1 digit দুটোকে বিট বলে |
মেমোরি সিস্টেমের পরিমাপে প্রচলিত একক গুলি হল-
1. Nibble: 1 nibble= 4 bit
2. byte: 1 byte = 8 bit.
3. Kilobyte(kb): 1 kb = 1024 byte.
4. Megabyte(MB): 1 MB = 1024*1024 byte.
5. Gigabyte(GB): 1 GB = 1024 *1024 *1024 byte.
6. Terabyte(TB): 1 TB = 1024*1024*1024*1024 byte
Primary Memory
প্রাইমারি মেমোরি বৈশিষ্ট্য:
1. এ ধরনের মেমোরি Volitile হয়|
2. এ ধরনের Memory ধারণক্ষমতা তুলনামূলক কম |
3.প্রাইমারি মেমোরির তথ্য আদান-প্রদান করার গতি তুলনামূলক বেশি |
RAM(Random Access Memory)
Static RAM:
এই ধরনের RAM এ ট্রানজিস্টার প্রযুক্তি দিয়ে তৈরি হয় | তাই এই RAM দ্রুতগামী এবং তুলনামূলক দামি | এই ধরনের RAM এ বেশি পরিমান বিদ্যুৎ এর প্রয়োজন হয় |স্ট্যাটিক RAM এ Flip-Flop ব্যবহার করা হয় |
Dynamic RAM:
ক্যাপাসিটরের প্রযুক্তি দিয়ে তৈরি এই RAM সস্তা এবং তুলনামূলকভাবে ধীরগতিসম্পন্ন হয়|
Secondary Memory
1. Magnetic Tape:
2. Floppy Disk:
3. Hard Disk:
4. CD(Compact Disk):
5.DVD(Digital Video/Versatile Disk):
6. Blue Ray Disk
Sepecial Memory
Cache Memory:
এই মেমোরি ক্ষুদ্র আকারের হয়| খুবই কম পরিমাণ তথ্য ধরে রাখতে পারে| কিন্তু খুব দ্রুত গতি সম্পন্ন হয় এবং এটা CPU র খুব কাছে অবস্থান করে|
CPU Register:
সবচেয়ে দ্রুতগামী মেমোরি| কম পরিমাণ তথ্য ধরে রাখতে পারে |বিভিন্ন ধরনের গাণিতিক ও Data ট্রান্সফারের কাজে ব্যবহৃত হয়|
Communication Bus
1. Internal Bus: Data Bus, Address Bus ,Control Bus, Power Bus.
2.External Bus: PCI Bus, USB Bus etc.
Data Bus: এটি উভমুখী বাস | Data CPU থেকে মেমোরিতে যেতে পারে আবার মেমোরি থেকে CPU আসতে পারে |
Address Bus: এটা একমুখী বাস | অ্যাড্রেস শুধুমাত্র সিপিইউ থেকে মেমোরিতে যেতে পারে |
Control Bus: এই বাসের মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে বিভিন্ন Computerএর পেরিফেরাল কন্ট্রোল করা হয় | এটি উভমুখী বাস |
Power Bus: এই বাসের মাধ্যমে পাওয়ার পাঠিয়ে কম্পিউটারের বিভিন্ন পেরিফেরাল গুলিকে সচল রাখা হয় |
USB Bus: Universal Serial Bus. এটি একটি এক্সটার্নাল বাস |
0 Comments