নেটওয়ার্কিং (Networking ) কি ?
দুই বা ততোধিক কম্পিউটার যখন কেবল বা বেতার বা বেতার হীন ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে তখন কম্পিউটারগুলোর সংযুক্তিকরণ কে নেটওয়ার্কিং (Networking)বলে.
নেটওয়ার্কিং (Networking ) এর গুরুত্ব
1. সম্পদের মিলিত ব্যবহার
2. তথ্যের সুরক্ষা
3.তথ্য সংরক্ষণ
4.তথ্যের আদান-প্রদান
5. বার্তা বা মেসেজ আদান-প্রদান.
নেটওয়ার্কিং এর প্রয়োগ :
1.ফাইল শেয়ারিং
2. ডাটা কালেকশন
3. ই-কমার্স
4.সোশ্যাল নেটওয়ার্কিং
5.অনলাইন শপিং
এনালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল
এনালগ সিগন্যাল:
এটি প্রকৃত অর্থে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এর সমন্বয়ে গঠিত|এটি মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহার ব্যবহৃত হয়| আমরা দৈনন্দিন জীবনে এনালগ সিগন্যাল ব্যবহার করে থাকি|
ডিজিটাল সিগন্যাল
এই সিগনাল শুধু 1 ও 0 সমন্বয়ে গঠিত হয় |কম্পিউটারের বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল সিগন্যাল ব্যবহৃত হয়|
তথ্য প্রেরণের ধরন:
1.সিম্প্লেক্স মোড (Simplex Mode)
2. হাফ ডুপ্লেক্স মোড (Half Duplex Mode)
3. ফুল ডুপ্লেক্স মোড (Full Duplex Mode)
সিম্প্লেক্স মোড (Simplex Mode)
সিম্প্লেক্স মোডে তথ্য কেবল একদিকে পরিবাহিত হয়| এক্ষেত্রে একটি sender Computer থাকে এবং একটি receiver Computer (রিসিভার) থাকে| সেন্ডার (sender)শুধু ডাটা সেন্ড করে এবং রিসিভার ডাটা শুধু রিসিভ করে|
উদাহরণ: কিবোর্ড ,রেডিও
হাফ ডুপ্লেক্স মোড (Half Duplex Mode):
এক্ষেত্রে ডাটা পরিবহন দুই মুখী হয় কিন্তু একই সাথে দুই মুখে পরিবাহিত হয় না|অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার Sender ও Receiver হিসেবে কাজ করে| যখন Sender ডাটা পাঠায় তখন Receiver রিসিভ করে| আবার রিসিভার যখন Data Send করে তখন Sender শুধুমাত্র ডাটা রিসিভ করে|
উদাহরণ: ওয়াকি টকি
ফুল ডুপ্লেক্স মোড (Full Duplex Mode)
এক্ষেত্রে পরিবহন দুই মুখী হয় অর্থাৎ sender-receiver একই সাথে ডাটা send ও receive করতে পারে|
উদাহরণ: টেলিফোন
নেটওয়ার্কের প্রকারভেদ
1. LAN
2.MAN
3.WAN
1.LAN (Local Area Network):
এই নেটওয়ার্কের পরিধি একটি নির্দিষ্ট অঞ্চলে বা একটি বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে|এর পরিধি সর্বোচ্চ এক কিলোমিটার বা তার কম অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে|
LAN এর বৈশিষ্ট্য
1. ল্যান্ড নেটওয়ার্কের বিস্তৃতি খুবই ছোট এই নেটওয়ার্ক একটি ঘর, বিল্ডিং , নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমিত থাকে|
2. ল্যান নেটওয়ার্ক এর তথ্য প্রেরণ অন্য সমস্ত নেটওয়ার্কের তুলনায় কম খরচ সাপেক্ষ |
3. এই নেটওয়ার্ক সাধারণত কোনো সরকারি বা বেসরকারি সংস্থার মালিকাধীন নয় |
4. LAN এ তথ্য আদান-প্রদানের মূলমন্ত্র হলো কেবল বা তার|
MAN(মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক):
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি শহর বা একটি শহরতলীর বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে|
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য:
1. এর বিস্তৃতি 20 কিলোমিটার থেকে 130 কিলোমিটারের মধ্যে হয়|
2. একটি ম্যান কতগুলি লেনের সমন্বয়ে তৈরি হয় এবং এটি একটি শহরতলীর মধ্যে সীমাবদ্ধ থাকে|
3. MAN এর যোগাযোগের মাধ্যম হিসেবে ফাইবার অপটিক ক্যাবল বা কো এক্সিয়াল ক্যাবল এ ধরনের ক্যাবল ব্যবহার করা হয়|
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর সুবিধা
1. LAN থেকে বেশি পরিধি জুড়ে ডাটা পরিবহন করা যায়|
2. পরিধি বেশি হওয়ার দরুন অনেক বেশি ব্যবহারকারী সঙ্গে সমন্বয় সাধন করা যায়|
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর অসুবিধা
1. এর গঠন LAN থেকে অনেক বেশি জটিল|
2. তথ্য পরিবহনে অনেক বেশি খরচসাপেক্ষ|
3. তথ্য পরিবহন হতে অনেক সময় লাগে|
WAN(ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)
এই ব্যবস্থার মাধ্যমে একটি দেশ বা বিভিন্ন দেশ গুলির মধ্যে অবস্থিত কম্পিউটার গুলির মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়|
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য
1. ওয়ান এর বিস্তৃতি একটি রাজ্য, দেশ, মহাদেশ বা পৃথিবীব্যাপী|
2. বেশিরভাগ পরিষেবায় সরকারি দপ্তরে নিয়ন্ত্রণ থাকে|
3. যোগাযোগের মাধ্যম হিসেবে কেবল বা উপগ্রহ ব্যবহার করা হয়|
1. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
এখানে একটি কেন্দ্রীয়ভাবে কম্পিউটার রাখা থাকে যাকে Server বলা হয়| অন্যান্য সমস্ত কম্পিউটার বা node এই সার্ভারের সঙ্গে যুক্ত থাকে ,তাদেরকে ক্লায়েন্ট বলে |এখানে তথ্য কেন্দ্রীয়ভাবে জমা হয় | ক্লায়েন্ট কম্পিউটার গুলির তথ্য ব্যবহারের জন্য সার্ভারের অনুমতির দরকার হয়ে পড়ে |
উদাহরণ: ওয়েব সার্ভার, মেইল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার |
সুবিধা :
1. এই নেটওয়ার্কে কাজ করার জন্য Server এর অনুমতি প্রয়োজন হয়ে পড়ে সুতরাং এক্ষেত্রে মূল্যবান তথ্য, সফটওয়্যার সুরক্ষিত থাকে |
অসুবিধা:
1. এই নেটওয়ার্ক ব্যবস্থাটি যথেষ্ট জটিল এটি স্থাপন করতে যথেষ্ট পরিশ্রম সদ্য |
2. এই নেটওয়ার্ক সার্ভার কে নিয়ন্ত্রন করার জন্য একজন সিস্টেম Administrator এর প্রয়োজন হয়|
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
নেটওয়ার্ক এর প্রত্যেকটি কম্পিউটারে একদিকে সার্ভার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে | এখানে কেন্দ্রীয়ভাবে কোন কম্পিউটার থাকে না |নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত থাকে |
সুবিধা
1.এই নেটওয়ার্ক খুব সরল প্রকৃতির হয় তাই এটি স্থাপন করা খুব সহজ |
2.এই নেটওয়ার্কে কোন বিশেষ সার্ভার থাকেনা তাই কোনো শক্তিশালী কম্পিউটার প্রয়োজন নেই |
অসুবিধা:
1. এই নেটওয়ার্কে ডাটা ব্যাকআপ নিয়ে কোনো ব্যবস্থা থাকে না|
2. এই নেটওয়ার্কে তথ্য সুরক্ষা খুব কম থাকে |
Data Transmission:
সমান্তরাল পরিবহন(parallel):
এখানে প্রত্যেকটি বিট কে আলাদা আলাদা করে না পাঠিয়ে একসাথে পাঠানো হয় |
ধারাবাহিক পরিবহন(Serial):
এখানে প্রত্যেকটি বিটকে একটির পর একটি কে পরপর পাঠানো হয় |
পৃথক পরিবহন (Asynchronous)
এখানে Data bit পাঠাবার সময় স্টার্ট বিট(start bit) ও stop bit প্রয়োগ করা হয় | স্টার্ট বিট এর মাধ্যমে ডাটা পাঠানো শুরু হয় এবং স্টপ বিট এর মাধ্যমে ডাটা পাঠানো বন্ধ হয় |
যুগপৎ পরিবহন (Synchronous):
এখানে sender and receiver same clock ব্যবহার করে |
ব্যান্ডউইথ(Bandwidth)
তথ্য পরিবহনের জন্য কোন মাধ্যমে যে সমস্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্ব কে ব্যান্ডউইথ বলে | এই ব্যান্ডউইথের পরিমাণ যত বেশি হবে ওই মাধ্যমে তথ্য পরিবহনের পরিমাণ বাড়বে |
মাধ্যমের মধ্য দিয়ে Data পরিবহনের হার কে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি একটি বিপিএস(bps) অর্থাৎ bits per second এবং অন্যটি baud|
bps :
প্রতি সেকেন্ডে যত গুলি বিট কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বিপিএস (bps)বলে |
baud
প্রতি সেকেন্ডে যতগুলি সিগন্যাল কোন মাধ্যমের মধ্য দিয়ে পাস করে তাকে baud বলে|
Media
1. Guided Media: Wire
2. Unguided Media: Wireless
Guided Media
Type of Wire:
1. Twisted pair cable. STP(Shield Twisted Pair Cable),UTP(Unshielded Twisted Pair Cable)
2. Coaxial cable.
3. Fiber Optic cable
Unguided Media
1. Infrared: Frequency range 300Ghz -400THz
Use: TV remote, Bluetooth
2. Radio wave: Frequency range 3KHz – 1 GHz
Use: Radio ,Television
3. Microwave: Frequency range 1GHz – 300 GHz
Use: Microphone
Network Topology
সুবিধা :
এই নেটওয়ার্ক সরল প্রকৃতির হয় তাই নেটওয়ার্ক গঠনে খরচ কম হয়|
কোন কম্পিউটার খারাপ হয়ে গেলে নেটওয়ার্কটি বিকল হয়ে পড়ে না |
অসুবিধা:
নষ্ট হয়ে গেলে তথ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়|
Ring Topology
সুবিধা:
রিং টপোলজি তে বাস টপোলজির তুলনায় কম তার লাগে |সুতরাং খুব সহজেই নেটওয়ার্ক গঠন করা যায় |
অসুবিধা :
টপোলজির অন্তর্গত কম্পিউটার বিকল হয়ে গেলে সমগ্র সিস্টেমটি ব্যাহত হয় |
Star Topology
সুবিধা:
যেকোনো একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে সহজে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায় |
অসুবিধা:
এই নেটওয়ার্কে কেন্দ্রীয় কম্পিউটারটি খারাপ হয়ে গেলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থায় বিকল হয়ে পড়ে |
Network Connecting Devices
1. HUB
2. Repeater.
3. Bridge
4. Switch
5. Router
6.Gateway
LAN Protocol
1.Ethernet: CSMA/CD(Carrier sense multiple access and collision Detection)
2.Token Ring:
Switching Procedure
1. Circuit Switching
2. Message Switching
3. Packet Switching
MODEM( Modulator-Demodulator)
Function of MODEM
- Analogue signal to Digital signal
- Digital signal to analogue signal
TCP/IP(Transmission Control Protocol/Internet protocol)
1. Application Layer: HTTP(Hypertext transfer protocol),FTP(File transfer Protocol)
2. Transport Layer.(Transport Control Protocol),UDP(User Datagram Protocol)
3. Network Layer. IP(Internet Protocol)
4. Data Link Layer. Ethernet, Token Ring
5. Physical Layer.
IP Address
32 bit Network Address
2 bit Network Address
Class | Network Id | Host Id | Start address | End Address |
A | 8 bit | 24 bit | 0.0.0.0 | 127.255.255.255 |
B | 16 bit | 16 bit | 128.0.0.0 | 191.255.255.255 |
C | 24 bit | 8 bit | 224.0.0.0 | 239.255.255.255 |
Internet
DNS(Domain Name System)
IP address to Naming System
URL(Uniform Resource Locator)
Protocol://Server Name. Domain Name. top domain name
http://www.google.com
1. ISP(Internet Service Provider):Airtel, Reliance jio, Vodafone
2 . WWW(World Wide Web)
3. web browser: Internet Explorer
4. email: user name @ domain name.Example asinfo @gamil.com
5. Search Engine: google, yahoo
2 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteUltimately, free spins casino bonuses are an excellent start line for casino beginners. You 우리카지노 can familiarize your self with the dynamics of slot gameplay without risking any of your own money up entrance. Slots, craps, poker, desk games, reside supplier games, and extra are at gamers' fingertips. Top game suppliers like IGT, NetEnt, Konami, and Everi are all current in the state, offering their hottest titles for the various on line casino manufacturers.
ReplyDelete