Scholarship in West Bengal for 2021-2022

 National Talent search Examination Scholarship 


কারা apply  করতে পারবে ?
যে সকল students ক্লাস X  বা দশম শ্রেণী তে পড়ো এবং যারা ওয়েস্ট বেঙ্গল স্বীকৃত   যেমন WBBSE /WBBME /ICSE /CBSE স্কুলে পড়ছো তারা apply করতে পারবে ।

NTSE স্কলারশিপ Apply করতে minimum কত marks এর প্রয়োজন ?
  • General ক্যাটাগরি বা Economically Weaker Section (EWS ) স্টুডেন্টস এর জন্য ক্লাস IX ফাইনাল ইয়ার Examination এ ৫০% বা তার বেশি marks পেতে হবে ।
  • SC /ST /OBC/Physically  handicapped  ক্যাটাগরি students দের ক্লাস IX ফাইনাল ইয়ার Examination এ ৪০% বা তার বেশি marks পেতে হবে ।
  • যারা ওপেন ডিসটেন্স লার্নিং কোর্সে যেমন NIOS /Rabindra ওপেন স্কুল লার্নিং এ admission নিয়েছো তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে । তবে General ক্যাটাগরি বা Economically Weaker Section (EWS ) স্টুডেন্টস এর জন্য ক্লাস Pre -X বা ক্লাস IX ফাইনাল ইয়ার Examination  এ ৫০% বা তার বেশি marks পেতে হবে । SC /ST /OBC/Physically  handicapped  ক্যাটাগরি students দের ক্লাস Pre -X বা IX ফাইনাল ইয়ার Examination এ ৪০% বা তার বেশি marks পেতে হবে ।

NTSE Examination এ বয়সের সময়সীমা 
১ st জুলাই ২০২১ এ বয়স ১৮ বছর বা তার কম হতে হবে ।

NTSE Examination এর পরীক্ষা পদ্বতি ও Syllabus  

স্টেজ-I এক্সামিনশন টি এক দিনে দুটো session এ নেওয়া হবে ।
Name of  Examination :মেন্টাল এবিলিটি টেস্ট 
টাইপ: Objective /MCQ 
Marks : ১০০
No  of  Items : ১০০
সময় : ১২০ মিনিট 

Name of  Examination :স্কোলাটিক অপটিটুড টেস্ট  
টাইপ: Objective /MCQ 
Marks : ১০০
No  of  Items : ১০০
সময় : ১২০ মিনিট 

Syllabus :
NTSE Examination এ কোনো নির্দিষ্ট Syllabus নেই । ক্লাস IX বা X এর Syllabus  ধরে পড়তে পারো ।
স্কোলাটিক অপটিটুড টেস্ট এর জন্য যে যে subjects গুলো পড়তে হবে সেই গুলো নিচে দেয় হলো ।
  • Mathematics 
  • Physics 
  • Chemistry 
  • Biology 
  • History 
  • Geography 
  • Economics 
  • Political  Science 

Post a Comment

0 Comments